নেত্রকোণার মোহনগঞ্জে এফএও কর্তৃক বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

0

মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণার মোহনগঞ্জে জাতিসংঘের খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থা (এফএও)’র উদ্যোগে বাংলাদেশ সরকারকে ক্রমবর্ধমান খাদ্য সুরক্ষার সূচকে উন্নীত করার লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয়।

সোমবার সংস্থাটি উপজেলা কৃষি অফিস কার্যালয়ের মাধ্যমে কৃষকদের মাঝে ১৫টি পাওয়ার টিলার, ১৫টি সেচ যন্ত্র (শ্যালো মেশিন), ২টি রোপন যন্ত্র, ৬টি রিপার মেশিন (ধান কাটার যন্ত্র), ৬টি পাওয়ার স্প্রেয়ার (ধান মাড়াই যন্ত্র) ও ১টি নিরাপদ খাদ্য বিক্রয়ের ভ্যানগাড়ী বিতরণ করেন।
খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণকালে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ হাবিবুর রহমান, মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, সেরা এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ মুজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছঃ শান্তা আকতার, ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান ও জাতিসংঘের খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থা’র প্রতিনিধি মোঃ আব্দুর রহমান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.