আজ সেই দিন/ কাজী আতীক । নিউ ইয়র্ক
আজ সেই দিন/ কাজী আতীক
অতখোনও বসন্ত ছিলো উত্তরফল্গুনী অথবা চৈত্রের শুরু
পাখী জাগা ভোরে সুদূর স্বদেশের নিজ গৃহ গ্রাম,
এই আমি সেই প্রথম কেঁদেছিলাম- এসেছি জানান দিতে,
মায়ের জঠর ছেড়ে মৃত্তিকা ধরণীতলে।
সেই সেদিন আর আজকের এই দিন,
যদি কিছু ব্যবধান থেকে থাকে- এই দুইয়ে,
জানতেন যে দুজন কেবলই, তারা আজ বহুদিন
চলে গেছেন একে একে- কোনো এক অজানা সুদূরে।
যদিও আমরাও সবাই সেই পথেই নিয়ত ধাবমান জানি
তবু- মহান স্রস্টার প্রশংসা সকলই, যেটুকু পেয়েছি জীবন,
যা কিছু অর্জন, আর সেইসাথে পাওয়া দুটি শ্রেষ্ঠ উপহার।
তদুপরি বন্ধু সুজন স্বজন আর আটাশ বছর ধরে- আমাকে
সয়ে যাওয়া, সুখদুখের সাথি শিউলী- ভোরের স্নিগ্ধতা যেমন।
আজ সেই দিন- যেদিন তুমি পৃথিবী প্রথম জেনেছো আমায়।
(নিউ ইয়র্ক, ১৬ মার্চ ২০১৪)