ভিন্ন বোধ যাপন/ কাজী আতীক । নিউ ইয়র্ক

0

ভিন্ন বোধ যাপন/
কাজী আতীক।

তুমি বাজি রেখে বলেছিলে সেদিন- যে সূর্যটি গত হয়ে যায়,
সে আর ফেরেনা কখনো- তাই প্রতিভোরে এক নতুন সূর্যের উদয়,
কেমন যেনো বোকা বোকা ঠেকেছিলো তখোন কথাগুলো তোমার
কারণ- আহ্নিক গতির সঠিক মানেটা জানি সম্পূর্ণ ভিন্ন,

তবে- আজ মনে হয় তোমার কথায় যুক্তি ছিলো অভাবনীয়,
কেনোনা- বস্তুগত তাৎপর্য আর ব্যক্তিগত উপলব্ধি
অবশ্যই ভিন্ন হতে পারে এবং ভিন্ন হওয়াই স্বাভাবিক,

আমার উপলব্ধিও তোমার মতো এখোন, ভিন্ন মনন প্রাক্কলন-
যেমন- ভিন্ন প্রতিদিন, এক ভিন্ন অনুভব আর ভিন্ন বোধ যাপন।

(নিউ ইয়র্ক, ১৯ মার্চ ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.