বাংলাদেশ পুলিশের উদ্যোগে বান্দরবানে মাস্ক বিতরণ কর্মসূচী

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: মাস্ক পড়ার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে বান্দরবান জেলা পুলিশ প্রশাসন আয়োজন করলো মাস্ক বিতরণ কর্মসূচী।

আজ ২১ মার্চ রবিবার সকালে বান্দরবান বাজারের ৩ নং গলিতে উক্ত মাস্ক বিতরণ কর্মসূচী শুভ উদ্ভোধন ঘোষণা করেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ কুদ্দুস ফরাজী, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখার প্রধান অশোক কুমার পাল, পৌর মেয়র ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর অজিত দাশ, ওমর ফারুক, মং মং সিং, নাছির ও মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত সহ উপস্থিত ছিলেন।

শুভ উদ্ভোধন ঘোষণা কালে পুলিশ সুপার বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, করোনা থেকে বাঁচতে হলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোন উপায় নেই। একমাত্র স্বাস্থ্য বিধি মেনে চলে মাস্ক পরিধান করলেই রেহাই পাওয়া যাবে করোনা থেকে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.