রুচির দূর্ভিক্ষ । অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত

0

” রুচির দূর্ভিক্ষ ”

– অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত বাচ্চু

ধর্মশালার কিতাব চুরি
সুযোগ পেলে খেতাব চুরি
চলছে সবই আবডালে
নানান ধর্মে নানা মন্ত্র
রঙ বেরঙের গনতন্ত্র
হচ্ছে নিলাম তলে তলে।
শিক্ষা দীক্ষা সংস্কৃতি
হয় বিক্রিত নয় বিকৃতি
নীতির বাজার সস্তা খুব
কে পড়ছে কবে ধরা?
যা ইচ্ছে তাই যাবে করা
পানি খেলে দিয়ে ডুব।
মুখে মুখে মুখোশ শুধু
কে মহাত্মা কে অসাধু
করবে কে যে তা নির্ণয়?
ধর্ম কর্ম সব পোশাকি
সাদা কালো গেরুয়া খাকি
জয় সর্বত্র ধর্মের জয়!
মনূষ্যত্ব আর মানবিকতা
এসব এখন কথার কথা
ভেজে না কথায় চিড়ে
কেউ খাচ্ছে খুলির মগজ
পশ্চাদপদ হচ্ছে অগ্রজ
শুষছে রক্ত নিচ্ছে মাংস ছিঁড়ে।
নৈতিকতার নেইকো বালাই
বোগলে সবার ছেঁড়া তালাই
জনসম্মুখে সকলেই যে সাধু
বাছ বিচার আর করবো কিসে
শর্ষেতে ভূত গেছে মিশে
যাহা লাউ তাহাই যে কদু!!
১০-০৪-২০২১ খ্রি

লেখক : অধ্যক্ষ সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ ও কলাম লেখক

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.