চুয়াডাঙ্গায় এক চিকিৎসক ও একই পরিবারের তিন সদস্যসহ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় এ জেলায় সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের এক চিকিৎসক ও একই পরিবারের তিন সদস্যসহ নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৬ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন ও মারা গেছেন ২ জন।
আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ২০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৯ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের একজন চিকিৎসক, চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার একজন ও আলমডাঙ্গা উপজেলার একই পরিবারের তিনজনসহ ৫ জন। এ পর্যন্ত হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৮৪ জন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৯৬ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন ও মারা গেছেন ২ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে।সেখান থেকে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।