রুমায় ভালুকের আক্রমনে আহত ১

0

মো:শিপন বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে রুমায় বন্য ভালুকের আক্রমণে জুম চাষি আহত হয়েছে। তাঁর নাম প্রুসাউ মারমা(৫০)। রুমা সদর থেকে ১০ কিলোমিটার দুরে নিয়াক্ষ্যং পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আজ শুক্রবার (৩০) জুলাই দুপুরে নিজ বাগান থেকে কলা’রছড়া কাটতে যায়। এ সময় সামনে দিক থেকে এসে বন্য ভালুকটি এ লোকটিকে আক্রমণ করে। চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ভালুকটি পালিয়ে যায়। ততক্ষণে শরীরে চেহারাসহ নানা স্থানে মারাত্মক জখম হয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন বলেন, শরীরের মধ্যে মারাত্মক জখমের চিহৃ বেশি। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, চলতি মাসে ২২ জুলাই জঙ্গলে বাঁশ কুড়ুল (কচি বাঁশ) খোঁজতে গিয়ে রুমা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বগামুখ পাড়ার একজন বন্য শুকর আক্রমণের শিকার হয়। আহত ওই ব্যক্তি এখনো রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.