সাতক্ষীরার কালিগঞ্জে ডা.আ.ফ.ম রুহুল হকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে হতদরিদ্র মহিলাদের স্বাবলম্বী করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরার ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম. রুহুল হকের পক্ষ থেকে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার ১লা আগষ্ট সকালে কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ৫ জন হতদরিদ্র মহিলার মাঝে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে সেলাই মেশিন বিতরণ করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম. রুহুল হক। এসময় আরো ভার্চুয়ালী অংশগ্রহণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিতরণকালে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার।