গৌরীপুর টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের মাঝে স্বতঃস্ফুত্বতা ছিল
মো. হুমায়ুন কবির, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি কেন্দ্রে সকাল ৯টা থেকে একযোগে সরকার ঘোষিত কোভিট-১৯ করোনা গণঠিকাদান কর্মসূচী শুরু হয়।বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি এ কর্মসূচীর উদ্বোধন করেন। প্রতিটি টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের মাঝে স্বতঃস্ফুত্বতা লক্ষ্য করা গেছে।
অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী দিনব্যাপী প্রতিটি ইউনিয়নের টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
সরজমিনে দেখা গেছে , উপজেলা যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে ছিলো স্বেচ্ছাসেবক টিম। তবে টিকা নিতে আসা মানুষ অনেকটাই হতাশ হয়েছেন। প্রত্যেকটি কেন্দ্রে ৬শ জনকে টিকা দেয়ার মত ভ্যাক্সিন ছিলো। ইউনিয়ন কেন্দ্রগুলোতেও ২টার মধ্যে ভ্যাক্সিন শেষ হয়। ফলে এসব কেন্দ্র থেকে শত শত মানুষ ভ্যাক্সিন না নিয়েই ফেরত যেতে হয়েছে। এ প্রসঙ্গে পৌরশহরের সরকারী কলেজ কেন্দ্র লাইনে দাড়ানো মো. শাহজাহান মিয়া (৬০) জানান, লাইনে দাঁড়িয়ে ছিলাম। এখন বলছে ভ্যাক্সিন শেষ। এরকমেই জানালেন কালিপুর মধ্যম তরফ গ্রামের আব্দুল হক (৫৬)। মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামের আব্দুল রহিম জানান, নারী-পুরুষ উভয় স্থানেই দীর্ঘ লাইন।
বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের আব্দুল মালেক বলেন শুনেছি ৬শত জনকে টিকা দিবে। কিস্ত টিকা নিতে এসেছে প্রায় দুই হাজার। এদিকে মাওহা ইউনিয়ন পরিষদ কৌশলী উদ্যাগ নিয়েছেন। সেখানে ৬শত জনের হাতে আগেই টুকেন দিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন স্বপন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রফিকুল ইসলাম খান জানান, ১০টি ইউনিয়ন, গৌরীপুর পৌরসভা ও হাসপাতালের মোট ৩৪টি কেন্দ্রে ৬হাজার ৮৩৮জনকে ভ্যাক্সিন দেয়া হয়েছে। তার মধ্যে ১০টি ইউনিয়নে ৫হাজার ৯৯৪জন, এরমধ্যে পুরুষ ৩হাজার ৩৪২জন, মহিলা ২হাজার ৬৫২জন। হাসপাতাল ক্যাম্পে ২৪৩জন, এরমধ্যে ১৩১জন পুরুষ ও ১১২জন মহিলা।