ডোমারে শ্যালো মেশিন দিয়ে চলছে আমন চাষাবাদ

0

সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি : শ্যালো মেশিনের ব্যাবহারে জমিনে পানি দিয়ে কৃষক আমন চাষাবাদে ব্যাস্ত হয়ে পরলেও মনের স্বস্তি নেই ,জমিশিরির দলায় সরজমিনে গিয়ে সোনারায় ইউনিয়নের জামির বারি গ্রামের আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন,একই এলাকার মৃত আবুল হক এর ছেলে আইনাল হক যানায়. অনেক কৃষক প্রায় ৩০ একর জমিতে ধান লাগাইতে পারেনাই ।

আষাঢ় শ্রাবন বর্ষাকাল হলেও এবার প্রাকৃতিক বৈরি আবহাওয়ার কারনে জমিন শুকে মাটিফেটে চৌচির হইছে.ওয়া ধান লাগার সময় শেষ , চারা নস্ট হয়া যাছে এখন যদি নাগারি তাহলে ছাওয়া ছোট সবাই মিলি খামোকি.খরচ বারি গেইলেও হামাক ওয়া (ধান) গারিবার হবে, যার দরুন শ্যালো মেশিনে দিয়ে পানী দিবার নাগছি।হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের কৃষক ভুষন রায়.বোরাগাড়ী ইউনিয়নের মনোরঞ্জন রায় গোমনাতী ইউনিয়নের  অধর চন্দ্ররায়,বলেন এভাবে যদি ধান না লাগাই তাহলে হামার মরন , ডিজেল পুড়ি হলেও আমন আবাদ করিবার নাগেিব।

এ বিষয়ে ডোমার উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) আনিসুজ্জামান এর কাছে জানতে চাইলে বলেন .আমরা সর্বতো ভাবে কৃষককে  নানা ভাবে সহযোগিতা,পরামর্শ দিয়ে আসছি , কিছুদিনের মধ্যে বাকি জমিনেও কৃষক চারা বপন করবে, এবারে উপজেলায় ১৮ হাজার ৮ শত ৩০ হেক্টর জমিনে আমন চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.