সাতক্ষীরায় খানবাহাদুর আহছানউল্লাহ রচিত বুক কর্ণারের উদ্বোধন
রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের প্রানকেন্দ্রে হজরত খানবাহাদুর আহছানউল্লাহ (র.) এর রচিত বুক কর্নারের (বিক্রয় কেন্দ্র) উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের পাকাপুলের মোড়ে বইসাগর লাইব্রেরীতে আনুষ্ঠানিকভাবে এই বুক কর্ণারের ভার্চুয়ালি উদ্বোধন করেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এম.পি।
খানবাহাদুর আহছানউল্লাহ ইনস্টিটিউটের মহা পরিচালক এ.এফ.এম এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ূন কবির।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ড. কাজী আলী আজম, সাধারন সম্পাদক মো. এনামুল হক, আহছানউল্লাহ ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলাম, নলতা শরীফ শাহী জামে মসজিদের ছানি ইমাম মো. শামছুল হুদা, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ। এসময় জানানো হয়, এই বুক কর্ণার উদ্বোধনের মধ্যে দিয়ে পীরে কামেল খানবাহাদুর আহছানউল্লাহ (র.) এর রচিত শতাধিক বইয়ের পাশাপাশি তাকে নিয়ে লেখা গ্রন্থবলী এখান থেকে পাঠকরা ক্রয় করতে পারবেন।