খণ্ডের ভেতরেও খণ্ডিত/ কাজী আতীক। নিউ ইয়র্ক
খণ্ডের ভেতরেও খণ্ডিত/
কাজী আতীক।
এই দেখো, এই শতাব্দীর পায়েও- সেই পুরনো বেড়ী পরানো,
কারা পরালো, কেনো পরালো, উত্তর খোঁজার প্রয়োজন নেই,
যদিও আঙ্গিক নতুন, কূটকৌশল আধুনিক, উদ্দেশ্য পুরনো।
যেমন ঈগলের থাবা থেকে রেহাই নেই মাছ পাখি জীব জন্তুর-
যে ধরা পড়ে সে নিঃশেষ হওয়ার আগে শুধু যন্ত্রণায় কাতরায়,
এই উপগ্রহে আপামর যারা তারাও তথৈবচ এক ঘাতক থাবায়।
যদিও আগের শতাব্দীতে অন্ধত্ব কেবল দু’চারটি বিষয়ে ছিলো
ব্যক্তি ও সামষ্টিক ধারনায়, এখোন তা বেড়েছে বহুগুণে যেনো,
তাই এ বসুমাতার সন্তানেরা বিভক্ত অজস্র ইগোইজম অন্ধত্বে,
আর এ বসুধা ভূমি খণ্ড খণ্ড, আবার খণ্ডের ভেতরেও খণ্ডিত।
(নিউ ইয়র্ক, ১০ সেপ্টেম্বর ‘২০২১)