নদীও কি মানুষের মতো । ইসমাইল হোসেন মন্ডল

0

  নদীও কি মানুষের মতো
– ইসমাইল হোসেন মন্ডল।
একদিন যে নদীর ছিল যৌবন
পাল তুলে বানিজ্যে যেত সেই চাঁদ সওদাগর
একদিন তারও বুঝি ফুরায় যৌবন- মানুষের মতো
অশ্রু জলের নদী হারায় তার নাব্যতা স্রোত ধারা গতি।
নদীর লক্ষ্য তার বয়ে চলা সমুদ্র অবধি –
নারীর ব্যাথিত বুক যেন – জেগে উঠে চর – ফি বছর।
নদীও একদিন মানুষের মতো মরে হায়!
তেরশ নদীর দেশে সহস্র নদী মরে যায় !
ভূপ্রকৃতির ক্ষয় যেন মানুষের মতো তার- জরা
হৃদয়হীন মানুষের দখল ও দূষণে অসহায়।
মানুষের মতো কই নদীর জন্ম হয়—-
তবুও সহস্র নদী মানুষের মতো মরে যায়।
প্রবাহের গতি নিরবধি চলার সে ছন্দ হারায়।
নদী কি নারীর মতো —-
বুকের গভীরতম কোমল মাটিকে ভালবাসে ?
অশ্রুজলের নদী —বয়ে চলে নিরবধি
নদীর কান্না কেউ কখনো বোঝেনা —!
শুধু দূর থেকে ব্যথিত হৃদয়ে -হতাশায়
নিস্তরঙ্গ নদী জলে মিশে থাকে আকাশের নীল।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.