মেক্সিকোর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ

0

বিডি২৪ভিউজ ডেস্ক : মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে দেশটির আয়োজনে বিশেষ কুচকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্যারেড কন্টিনজেন্ট। বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস একটি দল মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরেকে সালাম প্রদর্শন করে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. সোলাইমান ৩৯ সদস্যের এই কন্টিনজেন্টের নেতৃত্ব দেন। সদস্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দুই অফিসার, তিন জেসিও, অন্যান্য পদবির ১৬ জন ছিলেন। বাংলাদেশ নৌবাহিনীর এক অফিসার, এক জেসিও, অন্যান্য পদবির ছয়জনসহ মোট আটজন এবং বিমানবাহিনীর এক অফিসার, এক জেসিও, অন্যান্য পদবির ছয়জনসহ আটজন এবং সশস্ত্র বাহিনী বিভাগ থেকে দুই অফিসার ছিলেন কুচকাওয়াজে। মেক্সিকো সরকারের আমন্ত্রণে গত ১০ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর এই দলটি সে দেশে যায় বলে আইএসপিআর জানিয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.