শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৮৯ মন্দিরে এমপি ফিরোজ কবিরের আর্থিক অনুদান প্রদান

0
পাবনা প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনা-২ আসনের নির্বাচনী এলাকার ৮৯ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির।
রোববার বিকেল ৫ টায় সুজানগর উপজেলার সাতবাড়িয়া কলেজ মিলনাতনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বর্তমান সরকারের কাছে সাম্প্রতিক ভাবে ছোট বড় করে দেখার সুযোগ নেই। রাষ্ট্র যেহেতু আপনাদের পাশে আছে, সেহেতু সাম্প্রদায়িকতা বজায় রেখে উৎসব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে সরকারের স্বদিচ্ছার অভাব নেই। আমরা নিজ নিজ অবস্থান থেকেও আপনাদের সহযোগিতার অব্যাহত রেখেছি। বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালন করার জন্য নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় থাকার আহবান জানান।

সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আয়নাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী রঞ্জন কুমার রায়, মন্দির কমিটির সভাপতি ডা. নারায়ন চন্দ্র বিশ্বাস, ব্যবসায়ী গনেশ সাহা। উপস্থিত ছিলেন ঠাকুর দাস, মনিরুজ্জামান মিন্টু, তাজ ইসলামসহ আরও অনেকে।

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সুজানগর উপজেলার ৫৭ টি ও বেড়া অংশের ৩২ টি মন্দিরের সভাপতি ও সম্পাদকের হাতে নগদ ১০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৯০ হাজার টাকার অনুদানের অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে মন্দির কমিটির কর্তৃপক্ষকে শৃংখলা মেনে ধর্মীয় অনুশাসন মেনে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। মুসলমান ধর্মাবলম্বীদের আযানের সময়, নামাজের সময় এবং রাত ১০ টার পর উচ্চশব্দে গানবাজনা না করার আহবান জানানো হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.