দলীয় মনোনয়ন পাওয়ায় ছেপুকে গাংনীতে ফুলেল শুভেচ্ছা

0

তৌহিদ উদ দৌলা রেজা: নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গাংনীর রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। রোববার বিকেলে ঢাকা থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে গাংনী আসার পথে চেংগাড়া বাসস্ট্যা-ে এসে পৌঁছুলে নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীরা তার গলায় পুষ্প মাল্য প্রদান করেন ।

গোলাম সাকলায়েন ছেপু রাইপুর ইউনিয়নের বর্তমানের চেয়ারম্যান। একজন স্বনামধন্য জনপ্রতিনিধি হিসেবে পাঁচ বছর তিনি দ্বায়িত্ব পালন করেন। তিনি এবারও নির্বাচনী লড়াইয়ে অংশ নেয়ার জন্য দলীয় মনোনয়ন উত্তোলন করেন। ঢাকা থেকে ফেরার পথে নেতাকর্মীদের সাথে মিলিত হন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। দলীয় নেতাকর্মীরা গোলাম সাকলায়েন ছেপুকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে নিয়ে আসে শহীদ রেজাউল চত্ত্বরে। সেখানে ঢল নামে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের। নেতাকর্মীদেরকে তার পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেন। পরে ইকুড়ি গ্রামের নিজ বাড়িতে ফেরেন তিনি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.