দেশীয় টেলিভিশন শিল্পের গুণগত পরিবর্তনে কাজ করছে অ্যাটকো

0

পাবনা প্রতিনিধি : বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন ‘অ্যাটকো’র সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, দেশে টেলিভিশন সম্প্রচারে ক্লিন ফিড বাস্তবায়িত হওয়ায় লাভবান হবে দেশের বেসরকারী টেলিভিশন শিল্প । বিপুল পরিমাণ রাজস্ব পাবে সরকার।

টানা দ্বিতীয়বাররে মত বেসরকারী টেলিভিশন মালকিদের সংগঠন অ্যাটকোর সভাপতি নির্বাচিত হওয়ায় রবিবার আরমান সেন্টারে পাবনায় কর্মরত সাংবাদিকদের দেয়া এক সংর্বধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

অঞ্জন চৌধুরী আরো বলেন, টেলিভিশন খাতকে এগিয়ে নিতে সেট বক্স প্রদান ও দেশীয় চ্যানেলগুলোকে পে চ্যানেলে রূপান্তর সম্ভব হলে, টেলিভিশন শিল্পের গুণগত পরিবর্তন আসবে। এতে প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের চাকুরীর নিরাপত্তাসহ অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

পরে আনুষ্ঠানিকভাবে তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধীত করা হয়। এ সময় পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, রুমী খন্দকার, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন সহ অনেকে উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.