পাবনার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেল সান টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু

0

নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেল সান টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। ২০১৯-২০ অর্থবছরে সেবা খাতে জেলা পর্যায়ে শীর্ষ মুল্য সংযোজন কর (ভ্যাট) দাতা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে পাবনার সান টেকলোজিস লিমিটেড।

গত ১৬ নভেম্বর প্রকাশিত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের জাতীয় রাজস্ব বোর্ডের মুসক, প্রশিক্ষন ও পুরস্কার বিভাগের দ্বিতীয় সচিব ফাহমিদা মাহজাবিন স্বাক্ষরিত এক গেজেটে এ তথ্য জানা যায়। আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে অনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু কে পুরস্কার ও সম্মাননা দেয়া হবে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু জানান, এটি মুলত: প্রতিষ্ঠানিক সততার স্বীকৃতি। আমরা নিয়মিত কর পরিশোধের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পেড়েছি, এটাই সবচেয়ে বড় বিষয়।
এদিকে জেলার সেরা করদাতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান ও সম্পাদক শহীদুর রহমান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.