পাবনায় মন্দির ভেঙ্গে কবর বানিয়ে জমি দখলের চেষ্টা করছে প্রভাবশালীরা !
নিজস্ব প্রতিনিধি : পাবনার আমিনপুর থানার সিন্দুরী বরুলিয়া গ্রামে এক সনাতন ধর্মাবলম্বীর পারিবারিক মন্দির ভেঙ্গে কবর বানিয়ে জোরপূবর্ক জায়গা দখলের অপচেষ্টা করছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। নানা ভয়ভীতি আর হুমকি-ধামকিতে থানা পুলিশের স্মরণাপন্ন হয়েছে ভূক্তভোগী পরিবারটি। আমিনপুর থানায় লিখিত অভিযোগে থেকে জানা যায়, সাগরকান্দী ইউনিয়নের সিন্দুরী বরুরিয়া গ্রামের মৃত নৃত্তনন্দ পোদ্দারের ছেলে নন্দ কুমার পোদ্দার বাবার মৃত্যুর পর ঢাকার সাভারে কাঁচা মালের ব্যবসা চালিয়ে আসছেন। ব্যবসার কারনে তিনি ঠিকমতো বাড়িতে আসতে পারেন না। ইতোমধ্যে তার মায়ের মৃত্যুর পর তার অনুপস্থিতির সুযোগে প্রতিবেশি ওহির খাঁ (৬০), তার ছেলে স্কুল শিক্ষক হিরু খাঁ (৪০), বিরু খাঁ (৩৫) ও ফিরোজ খাঁ (৩৮) গত ৮ জুলাই ২০২০ তার পৈত্রিক বসতভিটায় থাকা মন্দির ভেঙ্গে ও মূল্যবান গাছ কেটে নিয়েছে। মন্দিরের ওই জায়গা দখলের লক্ষ্যে ইতোমধ্যে ওহির আলী তার মৃত ২ সন্তানকে কবরস্থ করেছেন।
নন্দ কুমার পোদ্দার বিডি২৪ভিউজ কে বলেন, আমার মা স্বর্গীয় মানদিনী পোদ্দার অসুস্থ হওয়ায় সম্প্রতি মাকে নিয়ে ঢাকায় যান উন্নত চিকিৎসা করানোর জন্য। কিন্ত তার মাকে বাঁচাতে পারেনি ২০১৭ সালে নন্দও মা পরলোকগমন করেন। পরে এসে দেখেন তার পৈত্রিক সম্পত্তি ও তার মা যে স্থানে পারিবারিক তুলশী বেদী বসিয়ে পূজাঅর্চনা করতেন সেখানে তুলশী বেদী ভেঙ্গে দখলের উদ্দেশ্যে তুলশী বেদীর পাশে কবরস্থান বানানো হয়েছে। গ্রাম প্রধান সাহেব আলী, প্রতিবেশি সাগর সাহা ও ইসলাম খাঁ জানান, ওহির খাঁ এলাকায় বেশ ধুরন্ধর ও কুপকৌশল সম্পন্ন মানুষ। আশপাশের বেশ কিছু হিন্দু সম্পত্তি জালজালিয়াতির মাধ্যমে নিজ নামে কাগজ বানিয়ে মানুষের সাথে প্রতারণা করছে। তিন ছেলে স্কুল শিক্ষক হলেও তারাও বাবার মতোই অন্যের সম্পত্তি দখলে জড়িত। তারা দাঙ্গাবাজ ও প্রভাবশালীদের ছত্রছায়ায় নিজেরা একের পর এক অন্যায় কাজকর্ম চালিয়ে যাচ্ছে। নিরীহ মানুষগুলো অসহায় হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিন্দুরী বরুরিয়া মৌজায় ৮৮৯ নং খতিয়ানের ৩১৩৯ নং দাগে ৮৭ শতাংশ জমির কাতে ৪৩.৫ শতাংশ জমির মালিক নন্দ কুমার পোদ্দার। ওই জমির অংশ হিসেবে রয়েছে সাড়ে ১০ শতাংশ পারিবারিক মন্দিরের জমি। অথচ ওহির খাঁ জোরপূর্বক ওই জমি নিজের দাবি করে মন্দির ভেঙ্গে, গাছ কেটে মৃত সন্তানদের কবর দিয়ে বাউন্ডারি ওয়াল তৈরি করে দখলের চেষ্টা করেছেন। স্থানীয় প্রতিবেশি ও গ্রামবাসী এই কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, কাগজপত্র যাচাই বাছাই করে ভেঙ্গে ফেলা মন্দিরের জায়গায় টিন দিয়ে খুটি গেড়ে ছাপড়া তুলে নন্দ কুমার পোদ্দারকে দখল দিয়ে যান থানা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু ওহির খাঁ সেটাও মানছেন না। এ বিষয়ে ওহির খাঁ বলেন নন্দ জমি পাবে কিন্তু তুলশী বেদরি কাছে না জমি পাবে বাড়ির পিছন সাইডে সেখানে বাড়ি করলে আমাদেও কোন আপত্তি নাই কিন্তু তুলশী বেদী দাবি করা জায়গায় আমি বাড়ি করতে দেব না । তলশী বেদীর পাশে কবরস্থান নির্মান প্রসঙ্গে ওহির খাঁ বলেন এটা আমার কেনা সম্পত্তি তাই আমি এখানে কবরস্থান বানিয়েছি ।
বিডি২৪ভিউজ কে নাম প্রকাশ না করার শর্তে উক্ত এলাকার এক বাসিন্দা বলেন ওহির খাঁ খুব খারাপ একজন মানুষ ,মানুষের জমি জাল দলিল করে দখল করা তার কাজ এছাড়া এ জায়গায় দুই থেকে তিনটি মন্দিরের জায়গা ইতিমধ্যে ওহির খাঁ দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে এছাড়া এ এলাকার একাটি শ্মশানঘাটও ভূমিদস্যু ওহির দখলে রয়েছে । বিডি২৪ভিউজ কে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভূক্তভোগী যাতে ন্যায় বিচার পান সে জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।