পাবনায় ১৫টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা, ৮টিতে স্বতন্ত্র
পাবনা প্রতিনিধি : পঞ্চম ধাপে বুধবার অনুষ্ঠিত পাবনার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টিতে স্বতন্ত্র এবং ৭টিতে নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (০৫ জানুয়ারি) রাতে গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।
বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও ১টি ইউনিয়নে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। আর বাকি ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে আব্দুল হামিদ সরকার (বিদ্রোহী স্বতন্ত্র), চাকলা ইউনিয়নে ইদ্রিস আলী (বিদ্রোহী স্বতন্ত্র ), জাতসাকিনী ইউনিয়নে আবুল কালাম আজাদ মানিক (বিদ্রোহী স্বতন্ত্র ), নতুন ভারেঙ্গা ইউনিয়নে আবু দাউদ (বিদ্রোহী স্বতন্ত্র), রূপপুর ইউনিয়নে মাজহারুল ইসলাম মোহন (বিদ্রোহী স্বতন্ত্র), কৈটোলা ইউনিয়নে মহসিন উদ্দিন পিপুল (স্বতন্ত্র ), ঢালারচর ইউনিয়নে কোরবান আলী (নৌকা)।
এর আগে এই উপজেলার দু’টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান হলেন, পুরান ভারেঙ্গা ইউনিয়নে মোঃ রফিক উল্লাহ (নৌকা) ও মাসুমদিয়া ইউনিয়নে শহিদুল হক শহিদ (নৌকা)।
অপরদিকে জেলার ফরিদপুর উপজেলার ৬টি ইউনিয়নের চারটিতে আওয়ামীলীগ আর ২টিতে (স্বতন্ত্র) প্রার্থী নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী হোসেন বলেন, পুঙ্গলী ইউনিয়নে সুমন তালুকদার (নৌকা), বি এল বাড়ি ইউনিয়নে জাহিদুল ইসলাম রিপন (নৌকা), ফরিদপুর ইউনিয়নে সরোয়ার হোসেন (নৌকা), হাদল ইউনিয়নের সেলিম রেজা (নৌকা), ডেমরা ইউনিয়নে জুয়েল রানা (বিএনপি-স্বতন্ত্র) ও বনওয়ারী নগর ইউনিয়নে জিয়াউর রহমান (বিএনপি- স্বতন্ত্র) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।