ডোমারে কৃষক উদ্বুদ্ধকরণ সভা

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : ডোমারে কৃষকের উন্নয়ন ঘটাতে কৃষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী বুধবার ২ ঘটিকায় ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামার, হলরুমে রানিসংকৈল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকের উন্নয়ন ঘটাতে কৃষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জমি, বীজ নির্বাচন,কোন প্রক্রিয়ায় চাষ করলে কৃষক লাভবান হবে, সে বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে কৃষক দের সামনে তুলে ধরেন ট্রেইনার বৃন্দ ।

সভায় কৃষকদের চাষাবাদের মধ্যদিয়ে উন্নয়ন ছরিয়ে দিতে চান ডোমার আলু বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা। অনুষ্ঠানে ৩০ জন কৃষকে নিয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ টুরে আসেন রানীসংকৈল উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ ও কৃষি সম্প্রসারণ অফিসার সাবের আলম। সেমিনার শেষে কৃষকগণ ডোমার ফার্মের আলু ফসল সরজমিনে ঘুরে দেখেন। আগামীতে নিজের উন্নয়ন ঘটাতে রানীসংকৈল এলাকায় এপদ্ধতিকে কাজে লাগিয়ে তারা আলু চাষাবাদ করবেন বলে প্রত্যয়  ব্যক্ত করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.