পাবনার বেড়ায় নদী খননের নামে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় হুরাসাগর নদী খননের নামে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
আজ দুপুর হুরাসাগর নদীর পাড়ে ভুমি রক্ষা কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী কৃষকরা অংশ নেন।
এ সময় ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন, হুরাসাগর নদীর পাড়ে কয়েক হাজার কৃষকের মালিকানাধীন জমি রয়েছে। সম্প্রতি নদীটির বিভিন্ন স্থানে লাল নিশানা দিয়ে খনন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃষকদের অভিযোগ, নদী খননের পাশাপাশি তারা নদীর পাড়ে কৃষকদের মালিকানাধীন জমির মাটি কেটে নিচ্ছে। তাদের নিষেধ করা হলেও তারা শুনছে না। রাতের আঁধারে সেই মাটি ট্রাক ও ট্রলার যোগে বিক্রিও করা হচ্ছে। ফসলি জমি হারিয়ে দুচোখে অন্ধকার দেখছেন চাষীরা। এমন পরিস্থিতিতে নদী খননের বাইরে ফসলি জমির মাটি না কাটতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন।