সাঁওতাল আধিবাসীদের মাঝে কম্বল বিতরণ করলেন যুবনেতা দোলন বিশ্বাস ও তার সহধর্মিনী

0

এস এম রিমন হোসেন, স্টাফ রিপোর্টার : ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের রােদ না উঠা নিয়ে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষ। শীতার্ত গরিব অসহায়,দুস্থ, সাঁওতাল আধিবাসী পল্লীর জনগোষ্ঠীর সম্প্রাদায়ের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস ও তার সহধর্মিণী নাহিদা মুনতাসীর।

বুধবার (৯/২/২০২২) বিকাল ৫ঃ৩০ সময়, পাবনা- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এর নির্দেশে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর সরদার পাড়া গ্রামে সাঁওতাল আধিবাসী জনগোষ্ঠীর সম্প্রাদায়ের সকল পরিবারের মাঝে কম্বল বিতরন করলেন তারই একমাত্র পুত্র , যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস ও পুত্রবধু নাহিদা মুনতাসীর।

এই সময় উপস্হিত ছিলেন আনিচুর রহমান আনিচ, যুবলীগনেতা, জুয়েল রানা, রাশেদুজ্জামান রাশেদ, রকিবুল ইসলাম, জসিম বিশ্বাস, নাজমুল মালিথা, আব্দুস ছাত্তার সরদার, ডাক্তার জালাল উদ্দীন, মহিবুল্লাহ কবীর আসিফ, সাঁওতাল আধিবাসী মধ্যে শ্রী ভবেষ সরদার, শ্রী নির্মল, শ্রী নিপেন দাস, শ্রী মনিরঞ্জন, শ্রী দশা।

বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া আধিবাসী মানুষরা। দু’চোখে খুঁজে ফিরেছে বাঁচার আকাঙ্ক্ষা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যানকে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.