বঙ্গবন্ধুকে নিয়ে স্ক্রলপেইন্টিং প্রদর্শনীর উদ্বোধন আজ
বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবনের মহাপট’ শীর্ষক বাংলাদেশের সর্ববৃহৎ স্ক্রলপেইন্টিং প্রদর্শনীর উদ্বোধন করবেন। মুজিববর্ষে সম্পাদিত জাতির পিতার জীবনভিত্তিক পক্ষকালব্যাপী এই প্রদর্শনী আজ বেলা ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় ও বহুমাত্রিক জীবন তুলে ধরে এই স্ক্রলপেইন্টিং এঁকেছেন খ্যাতনামা চিত্রশিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ। উল্লেখ্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবনের মহাপট’ শীর্ষক ১৫০ ফুট দীর্ঘ স্ক্রলপেইন্টিংটি বাংলাদেশে সম্পাদিত সর্ববৃহৎ পটভূমিতে জাতির পিতার জীবনভিত্তিক চিত্রকর্ম। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চিত্রকর্মটির পক্ষকালব্যাপী প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের এই সুবর্ণ সময় স্মরণীয় করে রাখতে এবং বাংলাদেশের মানুষকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। প্রদর্শনীর আয়োজন সহযোগী বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র পক্ষ থেকে বক্তব্য রাখবেন শিল্পী আফজাল হোসেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, স্ক্রলপেইন্টিংটির শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ এবং শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি।