কুষ্টিয়া দৌলতপুর থানার হলুদবাড়ীয়া এলাকা থেকে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর থানার হলুদবাড়ীয়া এলাকা থেকে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ । বুধববার ১৬সেপ্টম্বর গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ৮নং পিয়ারপুর ইউপির হলুদবাড়িয়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল, ৪টি সিম,এবং নগদ ১,৩০০/- উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ লিয়াকত আলী (৫২),পিতা-মৃত ইমরান আলী সরকার , সাং-মাজদিয়াড়, থানা-দৌলতপুর , জেলা- কুষ্টিয়া । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার, দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সরনীর ১০ (ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর। র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।