ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঈশ্বরদীতে আওয়ামী লীগের কর্মসূচি পালিত

0

এস এম রিমন হোসেন,স্টাফ রিপোর্টার: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে মহান নেতা শেখ মুজিব বজ্রকন্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা’। বঙ্গবন্ধুর এই বলিষ্ঠ ঘোষণায় বাঙালি জাতির ইতিহাসের স্মরনীয় বক্তব্য ছিলো,যা বাঙ্গালী জাতির স্বাধীনতার দিকনির্দেশনা হিসেবে ধরা হয়। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।

৭ ই মার্চ ভাষনের দিবসটি উপলক্ষ্যে ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার সকাল ৭ টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও আওয়ামী অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পতাকা উত্তোলন উদ্বোধন করেন পাবনার -৪(ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য , অত্র অঞ্চলের মুজিব বাহিনী প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু,ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,যুগ্ন সাধারন সম্পাদক মুরাদ আলী মালিথা, আওয়ামী লীগ নেতা আকরাম খান,,পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া, জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার, শ্রমীকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাবেক ঈশ্বরদী সরকারী কলেজের জিএস ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মাসুদ রানা,উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল,বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি,সাবেক ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজান মালিথা,আশিক হায়দার বিশাল সহ দলীয় ও আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।পরে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন মুজিব বাহিনীর প্রধান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা,উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,৪ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি,সাবেক ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজান মালিথা, যুবলীগ নেতা মাঈনুল ইসলাম রাজন,ছলিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল বিশ্বাস সহ প্রমুখ।দিবসটি উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকালে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও গাছ লাগানোর কর্মসুচি নেয়া হয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.