আর একটি ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ সোসাইটি, বাহরাইন

0
বাহারাইন থেকে সুজন মাহমুদ সুমন : আর একটি ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ সোসাইটি, বাহরাইন । ১৯ শে সেপ্টেম্বর ২০২০, “বিশ্ব পরিষ্কার করো” দিবস। সে উপলক্ষ্যে প্রায় ৪০ জনেরও বেশি সেচ্ছাসেবক বাহিনী নিয়ে বাংলাদেশ সোসাইটি এই ব্যাপক আয়োজন সাথে “করোনা মহামারীর” প্রচারণা তো থাকছেই। বাংলাদেশ সোসাইটিকে সহযোগিতা করেছে বাহরাইন কমিউনিটি পুলিশ ও বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই হিশাম বিন আব্দুল রহমান বিন মোহাম্মদ আল খলিফা গভর্নর অফ ক্যাপিটাল গভর্নরেট আমাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য । বিশেষ অতিথি : কাই মিইথিং (জার্মানি) পেশায় একজন আরকিটেক
ক্লিন আপ বাহরাইন – এর উদ্যেক্তা বজ্য অপসারণ নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছেন। কার্যক্রম: ১. ময়লা আবর্জনা অপসারণ ২. পরিষ্কার পরিচ্ছন্নতা ও করোনা ভাইরাস বিষয়ক সচেতনতা মূলক মাইকিং ৩. লিফটলেট বিতরণ ৪. কম ক্ষতিকারক জীবাণুনাশক স্প্রে । সংক্ষিপ্ত বিবরণী : ১. সর্বমোট ৪০ জনেরও বেশি স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ করে। ২. প্রতিটি সেচ্ছসেবক সামাজিক দূরত্ব বজায় রাখে ও করোনা প্রতিরোধে নিরাপত্তা মূলক ব্যবস্থা (মাস্ক, ফেস শিল্ড, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি) ৩. ছয়টি গুরুপ কে দুইটি টিমে ভাগ করা হয়। একটি টীম কে নেতৃত্ব দেয় রাজীব ও আর একটি টীম কে নেতৃত্ব দেয় সবুজ। ৪. প্রতিটি সেচ্ছাসেবক ভাই দের জন্য রাখা হয়েছিল (জুস্, চকলেট, পানি, কেক ইত্যাদি) ও রাতের খাবার ( স্পনসর করেন ব্যাবসায়ী মোহন মোমেন মিয়া) ৫. প্রতিটি টিমের সাথে সার্বক্ষণিক ছিলেন বাহরাইন কমিউনিটি পুলিশ। ৬. পিকআপ ভ্যান সার্বক্ষণিক টিমের সাথে ছিল, ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য ৭. এলাকা গুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট ময়লা ফেলার জায়গায় ফেলা হয়। ৮. বিশিষ্ট ব্যাবসায়ী জনাব নাসির উদ্দিন ও মোহাম্মদ ইসমাইল (সিত্রা থেকে) বাংলাদেশ সোসাইটির ফুটবল টিমের জন্য জার্সি স্পন্সর করার ঘোষণা দেন। ৯. বিশেষ অতিথি জনাব কাই মিইথিং (জার্মানি) সকল সেচ্ছাসেবক ভাইদের বজ্য অপসারণের নিয়ম বুজিয়ে বলেন। ১০. মানামার দুটি ঘনবসতিপূর্ণ এলাকাতে কার্যক্রম চালানো হয়। সাবাস, বাংলাদেশ সোসাইটির সকল সেচ্ছাসেবক, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় !
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.