সুজানগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আনন্দ র্যালি
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলায় মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার ২০ মার্চ মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার চতুর্থ দিনে বীর মুক্তিযোদ্ধাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সুজনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন , অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, সুজানগর থানার ওসি আব্দুল হাননান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা চন্দন চক্রবর্তী, সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। শেষে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধাগণ।
এর আগে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক আনন্দ র্যালি বের হয়। র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।