বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনদের সাথে সেনা জোনের মতবিনিময় সভা
রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সেনা জোনের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনদের মাঝে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৩০ মার্চ সকালে সদর সেনা জোনের মাল্টিপারপাস শেইড হলে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মাঝে মতবিনিময় হয়।
এসময় বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।
বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি বলেন, সেনাবাহিনী জনগণের আস্থার একটি নাম। সেনাবাহিনী সর্বদা জনগণের কঠোর নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের সুখে-দুখে সর্বদা পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে।
তিনি আরো বলেন, আপামর জনগণের সুষম অধিকার নিশ্চিত করা ও জনগণের মৌলিক চাহিদার উপর গুরুত্বারোপ করে জীবন যাত্রার মান উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় সদর উপজেলার, জামছড়ি, সুয়ালক, কুহালং, টঙ্কাবতী ও রাজবিলা ইউনিয়নসহ মোট ৬ টি ইউনিয়নে জনপ্রতিনিধি ও সদস্যগণদের মাঝে সংর্বধনা তুলে দেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি।
অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা, কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, টংঙ্কাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো ও রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অংপ্রু সহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ও সদস্যা বৃন্দসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।