শেষ হলো দুইদিন ব্যাপী স্বাস্থ্য-সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল বিষয়ক কর্মশালা
Two-day Training Concluded "Fact-Checking and Verification Techniques on Health-Journalism"
নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়ে অন্তর্দৃষ্টিসম্পন্ন প্রতিবেদন প্রস্তুত করতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় আজ ০৫ এপ্রিল ২০২২ শেষ হলো দুইদিন ব্যাপী স্বাস্থ্য-সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল বিষয়ক কর্মশালা। পিরোজপুরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সভাকক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী উক্ত কর্মশালায় জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেল এর মোট ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পিরোজপুর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক, পিরোজপুর পৌরসভার মেয়র এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী, সিভিল সার্জন, পিরোজপুর।
কর্মশালার শুরুতেই কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য, প্রেক্ষাপট এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কি কি চ্যালেঞ্জের সম্মুখিন হচ্ছে এবং কিভাবে বর্তমান প্রযুক্তির যুগে তাল মিলিয়ে চলতে হবে তার ওপর আলোচনা করা হয়। কর্মশালার অন্যান্য বিষয়গুলোর ওপর আলোচনা করেন জনাব আবু রুশ্দ মো. রুহুল আমীন, সিনিয়র নিউজ এডিটর, বাংলাভিশন। কর্মশালার উদ্দেশ্য ছিলো স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বস্তুনিষ্ঠ, অন্তর্দৃষ্টিসম্পন্ন এবং প্রভাব বিস্তারকারী সংবাদ তৈরি, প্রকাশ ও প্রচারে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরিতে তথ্য যাচাই-বাছাই এবং উপস্থাপনে আধুনিক কলাকৌশল বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জন এবং অনুশীলনে সাংবাদিকদের উৎসাহিত করা।
উক্ত কর্মশালায় মূলত বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা; সামাজিক যাগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা; স্বাস্থ্য-প্রতিবেদনে ভুল তথ্য, অপতথ্য ও গুজবের প্রতিরোধ ও মোকাবিলা; স্বাস্থ্য-সাংবাদিকতায় বিশ্বস্ত তথ্য সূত্র বা উৎস এবং তথ্য যাচাই এর কৌশল ও মাধ্যমসমূহ; বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্য যাচাইকরণ ও প্রতিবেদনে স্বাস্থ্য-ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনা করা – ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালার সমাপনীতে উপস্থিত প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন জনাব মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, পিরোজপুর তাঁর বক্তব্যে বলেন অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। তথ্য যাচাই একটি গুরুত্বপূর্ণ বিষয় কোন তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করে রিপোর্ট করতে হবে।
বিশেষ অতিথি জনাব বশির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, পিরোজপুর সদর চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমাদের এ বিষয়ে ক্জ করতে হবে। সাংবাদিকবৃন্দ হচ্ছেন সমাজের আলোকিত মানুষ সেভাবে কাজ করতে হবে সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে এবং তথ্যের সত্যতা যাচাই এর মাধ্যমে প্রতিবেদনকে তথ্যবহুল করতে হবে।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এএইচএম বজলুর রহমান দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ, এর বহুমুখি প্রভাবের গতি ও সাবলীলতা এবং সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরার পাশাপাশি প্রশিক্ষনে আলোচিত বিষয়গুলোর আলোকে প্রতিবেদন তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
কর্মশালার শিক্ষণীয় বিষয়গুলো কিভাবে কাজে লাগানো যায় এবং কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করে অবস্থার উন্নয়ন করা যায় এ বিষয়ে আলোচনা করেন বিএনএনআরসি এর ট্রাস্টি ও পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জনাব জিয়াউল আহসান জিয়া। উল্লেখ্য পিরোজপুর গণ উন্নয়ন সমিতি প্রশিক্ষণের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
আশা করা হচ্ছে উক্ত কর্মশালা থেকে সাংবাদিকগণ নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরিতে তথ্য যাচাই-এর ক্ষেত্রে আরো বেশি সচেষ্ট এবং সংবেদনশীল হবেন। পাশপাশি প্রতিবেদনের তথ্য-উপাত্ত উপস্থাপনে আধুনিক কলা-কৌশল ব্যবহারে উৎসাহী হবেন।
উল্লেখ্য বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যমের দ্রæত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ।
বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্ট এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার- ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ এবং ২০২১ এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।
Two-day Training Concluded “Fact-Checking and Verification Techniques on Health-Journalism”
Pirojpur, Barishal, 05 April 2022 : Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) organized a two-day-long workshop at the Meeting Room of a local NGO Pirojpur on “Fact-Checking and Verification Techniques on Health Journalism” for an in-depth reporting on important and complex health issues to enhance the professional skills of journalists with the support of The Asia Foundation on 04 & 05 April, 2022.
The purpose of the workshop is to enhance the capacity of journalists working in creating and publishing objective, insightful and influential news on health management; Encourage journalists to acquire knowledge and skills in modern techniques in data verification and presentation in creating neutral and balanced health reports. A total of 25 journalists from national dailies, online news portals, and television channels participated in the training.
Mr. Mohammad Jahedur Rahman, Deputy Commissioner and District Magistrate, Pirojpur was present as the Chief Guest at the inaugural session of the workshop; Mr. Alhaj Md. Habibur Rahman Malek, Mayor of Pirojpur Municipality was present as a Special Guest and Mr. Md. Hasnat Yousuf Zaki, Civil Surgeon, Pirojpur presided over the session.
At the beginning of the workshop, the goals, objectives, context of the workshop and what challenges are being faced in the era of the Fourth Industrial Revolution and how to keep pace with the current technology era are discussed. Mr. Abu Rushd discussed other issues of the workshop. Ruhul Amin, Senior News Editor, Banglavision. The purpose of the workshop was to enhance the capacity of journalists working on creating, publishing and disseminating objective, insightful and influential news on health management. As well as encouraging journalists to acquire knowledge and skills in modern techniques in verifying, sorting and presenting information to create impartial and balanced health reports.
The workshop focused on health journalism in the current context; Security of journalists through social media; Preventing and dealing with misinformation, disinformation and rumors in health reports; In health-journalism, reliable sources of information and techniques and means of verifying information; In the context of Bangladesh, information verification and consideration of health management issues in the report – etc. are discussed.
Mr. Mollah Azad Hossain, Additional Superintendent of Police, Pirojpur was present as the Chief Guest at the concluding session of the workshop. Verification of information is an important issue and we should report on the issue after proper verification and authentication of the issue.
Special Guest Mr. Bashir Ahmed, Upazila Nirbahi Officer, Pirojpur Sadar said In the era of the Fourth Industrial Revolution, we have to do something about this. Journalists are the enlightened people of society. They have to work with responsibility toward the development of society and they have to make the report informative by verifying the authenticity of the information.
At the concluding session of the workshop, Mr. AHM Bazlur Rahman, Chief Executive Officer of BNNRC, highlighted the challenges of fast-changing realities, the speed and flexibility of its multifaceted impacts and the benefits as well as the importance of reporting in the light of the topics discussed in the training. At the end of the workshop participants are given a certificate.
Mr. Ziaul Ahsan Zia, Trustee of BNNRC and the Executive Director of Pirojpur Gono Unnayan Samiti, discussed how to implement the educational topics of the workshop and how to improve the situation by reporting on the challenges of the health system. Note that Pirojpur Gano Unnayan Samity was responsible for the management of the training.
The training program focused on health journalism in the current context; reliable sources of information in health journalism; information verification techniques and media monitoring techniques for misinformation, disinformation and mal-information in health reporting published through social media; and, promoting health governance in Bangladesh.
It is hoped that the workshop will enable journalists to be more diligent and sensitive in verifying information to produce impartial and balanced health reports. Besides, the journalists are encouraged to use various modern techniques in presenting the data collected for the report.
BNNRC is in Special Consultative Status with the Economic and Social Council (ECOSOC) accredited with World Summit on the Information Society (WSIS), SDGs Media Compact of the United Nations, and UN WSIS prize winner 2016, Champion 2017, 2019, 2020, and 2021. BNNRC’s approach to media development is both knowledge-driven and context-sensitive, and it takes into account the challenges and opportunities created by the rapidly changing media environment in the era of the Fourth Industrial Revolution.