শুক্রবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস যাবে শিল্প কারখানায়

0

বিডি২৪ভিউজ ডেস্ক : গ্যাস সংকটের কারণে শিল্পে গ্যাস রেসনিং করা হয়েছিল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা শিল্পে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে আবার আগের মতো ২৪ ঘণ্টা শিল্প কারখানায় গ্যাস দেওয়া হবে।

এর আগে গত ১১ এপ্রিল দিনে চার ঘণ্টা শিল্প-কারখানায় গ্যাসের ব্যববহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল পেট্রোবাংলা। যা ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিনের জন্য কার্যকর হবে বলে সে সময় জানানো হয়। সে অনুযায়ী ২৬ এপ্রিল পর্যন্ত দিনে চার ঘণ্টা শিল্প-কারখানায় গ্যাসের ব্যববহার বন্ধ থাকার কথা।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টা শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ ছিল। তবে সিএনজি স্টেশনে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত দিনে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার সিদ্ধান্ত বহাল থাকবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.