বান্দরবানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ২৪ এপ্রিল রবিবার সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুষ্টিবিষয়ক সমন্বয় কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাক্তার নীহার রঞ্জন নন্দী ।
এই সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাক্তার অং চালু মারমা, বান্দরবান কৃষি বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন বান্দরবানে শিশুদের পুষ্টি নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে। যাতে করে কোনো শিশু অপুষ্টিজনিত কোন রোগে আক্রান্ত না হয়। সেজন্য সকলকে সচেতন হতে হবে । একমাত্র সচেতনতা বৃদ্ধি ও সকলে মিলে একসাথে কাজ করলে আমরা বান্দরবানের সকল শিশুকে পুষ্টিতে পরিপূর্ণ করতে পারব।