অসহায় দারিদ্র শিশুদেরকে মানব সম্পদে পরিণত করতে হবে -এমপি প্রিন্স
রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হানিার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার উন্নয়ন সারাবিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত। কোন শ্রেণী বা গোষ্ঠি ফেলে রেখে টেকসই উন্নয়ন হয় না। শেখ হাসিনার সরকার কাউকে বাদ দিয়ে উন্নয়ন করার চেষ্ঠা করছে না। পিতামাতাহীন, পথ শিশু, ভুমিহীন, গৃহহীন, প্রতিবন্ধি, এতিম, স্বামীপরিত্যাক্তা, বয়স্ক সহ সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়নে সরকার কাজ করছে। সরকারি শিশু পরিবার সম্পর্কিত কাজ একটি মহৎ এবং মানবিক কাজ। পাবনায় সরকারি শিশু পরিবার নিবাসীদের শিক্ষার মান উন্নয়ন ও পুর্নবাসন নিয়ে সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি পাবনার বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। পিছিয়ে থাকা অসহায় দারিদ্র শিশুদেরকে শিক্ষিত করে মানব সম্পদে পরিণত করতে হবে।
রোববার দুপুরে পাবনা সরকারি শিশু পরিবার এর আয়োজনে সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রিন্স এসব কথা বলেন। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুল কবীর, ড. সালেহ মোহম্মদ আলী, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সহকারী পরিচালক গোলাম সরোয়ার, দেওয়ান মাজহারুল ইসলাম, আব্দুস মাসুদ লাল, মো. নাজিম উদ্দিন, প্রবেশন কর্মকর্তা পল্লব ইবনে শায়খ, কর্মকর্তা হাফিজ আহমেদ, উপ তত্ত্ববধায়ক সুবর্ণা সরকার, শিক্ষক নাজমা সুলতানা, শিক্ষক মাজেদুন নেছা, শিক্ষক ফজলুর রহমান, হালিমা খাতুন প্রমূখ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের নেচে গেয়ে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি শিশু পরিবারের নিবাসী শিক্ষার্থীরা।