মেহেরপুরে ভিক্ষার থালা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যাবসায়ী

0

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে কোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ভিক্ষার থালা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার (৯জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করেন তারা।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন, সদস্য রাশেদুজ্জামান, ইজারুল ইসলাম প্রমুখ। এছাড়াও কোর্ট মসজিদ মার্কেটের ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান জেলা প্রশাসকের অপসারণ ও মেহেরপুর পৌর নির্বাচন বর্জনের হুমকি দিয়ে ৫দিনের কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীগুলো হলো- ৯জুন বৃহস্পতিবার সকালে ভিক্ষার থালা হাতে জেলা প্রশাসকের কার্য়ালয়ের সামনে অবস্থান, ১০ শুক্রবার জুম্মার নামায শেষে বিশেষ মোনাজাত, ১১ জুন শনিবার সকাল ১১ টায় ২৫ মিনিট কালো পতাকাসহ দোকান বন্ধ রাখা, ১২ জুন রবিবার সকাল সাড়ে ১০টার সময় কাফনের কাপড়সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং ১২ জুন তারিখের সমাধান না হলে ১৩ জুন থেকে আমরণ অনশনসহ হরতালের কর্মসুচি। প্রসঙ্গত, মঙ্গলবার মেহেরপুর জেলা মডেল মসজিদের সৌর্ন্দয বৃদ্ধি ও সরকারী জমি দখলমুক্ত করতে মেহেরপুর কোর্ট মসজিদ মার্কেট ভবন উচ্ছেদ করে জেলা প্রশাসন। এতে ২৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.