সিলেটের বন্যার্তদের নিয়ে সংগীতজ্ঞ বিজয় সরকারের গান প্রকাশ

0

সংগীত মানুষের মনকে আলোড়িত করে। খাদ্য যেমন পেটের খোরাক, তেমনি সংগীত হলো মনের খোরাক। সংগীত আত্মার পরিশুদ্ধতার একটি মোক্ষম উপাদান।

সংগীত চর্চা একটি মননশীল পেশা। আর যারা এই সৃজনশীল কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত তারা সমাজের আর দশটা মানুষের মতো নয়। কিছুটা হলেও আলাদা স্বভাবের এবং আলাদা মন মানসিকতার হয়ে থাকে।

যদিও তাঁদের কোন চাহিদা তেমন নেই-সমাজ বা রাষ্ট্রের কাছে। মানুষের ভালোবাসা আর সম্মানে তাঁদের মন ভরে যায়। এমনই গুণী এবং সৃজনশীল গীতিকার,সুরকার আর কন্ঠশিল্পী হলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ বিজয় সরকার।

যাঁকে ভালোবাসেন দেশের গুণী সমস্ত সংগীত শিল্পীগন। তরুণ কন্ঠশিল্পীদের কাছে বিজয় সরকার একটা বিশ্বস্ময়কর নাম। তিনি নিজের কল্পনাকে বাস্তবরূপে প্রকাশের নিমিত্তে সংগীত করে থাকেন বলেই দেশ-বিদেশের এতো ভালোবাসায় তিনি সিক্ত হোন।

সম্প্রতি তিনি প্রকাশ করেছেন সিলেটের বানভাসি মানুষের দুঃখ দুর্দশা নিয়ে গান। গানটি এর মধ্যে ব্যাপকভাবে সারা ফেলেছে।

তাঁর গানে বিশেষ বৈচিত্র্য দেখা যায় যা অন্যদের থেকে ব্যতিক্রম। তাঁর লেখা, সুর,আর কণ্ঠশৈলী ছড়িয়ে পড়েছে দেশে এবং দেশের বাইরে। বিজয় সরকারের প্রতিটা গানই উপভোগ্য, আকর্ষণীয় ও শিক্ষণীয়।

– জাহিদ হাসান নিশান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.