পাবনা জেলা প্রশাসনের শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

0

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস, ৮ আগষ্ঠ বঙ্গমাতা বেগম ফজিলানুন্নেছা মুজিবএর ৯২ তম জন্মবার্ষিকী ও ৫ আগষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।

সভায় এক মিনিট নিরাবতা পালন, শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, পুষ্পার্ঘ অর্পণ, বৃক্ষরোপন, শোক র‌্যালী, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল, উন্নত খাবার পরিবেশন, আলোচনা সভা সহ নানা কর্মসুচী গৃহীত হয়।
১৫ আগষ্ঠ সকাল ১০ টায় জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ, সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কাচারী মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল। ৫ আগষ্ঠ সকাল ১০ টায় দুর্জয় পাবনায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৮ আগষ্ঠ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন সভাপতিত্বে সভায় অংশ গ্রহন করেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, এডিএম আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা.মনিসর চৌধুরী, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, শিক্ষাবিদ মির্জা শহীদুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশদুল কবীর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, ক্রীড়বিদ শহিদুল ইসলাম মানিক, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম, বাসস ও ভোরের কাগজ রফিকুল ইসলাম সুইট, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিনা আকতার রেইনা, কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমি,সাংস্কৃতিক কর্মী প্রলয় চাকী, জেল সুপার নাসির উদ্দিন প্রধান, জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার শফিকুল ইসলাম, ফারজানা তাজ, সাংবাদিক এসএম আলম প্রমূখ । পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় সর্বস্তুরের মানুষের অংশ গ্রহনে সর্বত্র পালন করতে হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.