এভাবেও জীবন ২৭ । কাজী আতীক । নিউ ইয়র্ক
এভাবেও জীবন ২৭/
কাজী আতীক।
বিষাদের নীল সিক্ত ছাই রঙ ছাওয়া
যেমন পর্বতের চুড়া ছুঁয়ে মেঘ মেঘ বেলা
যেনো হৃদয় চৌচির করা কারো অবহেলা
ঝুলে থাকা- চোখ ছুঁয়ে আর্দ্র অভিমান,
জানি আনন্দেও অশ্রুর সমারোহ হয়
হাসিও কখনো যেমন কান্নার প্রকারান্তর,
একই অভিব্যক্তি যেমন ভয় ও বিস্ময়ে
একই অস্থিরতাও তেমনি প্রেম ও বিরহে,
হয়তো এভাবেও জীবন, এভাবেই জীবন,
আমাকেও ছুঁয়েছিলো সেই অনুভব বিহ্বল।
(নিউ ইয়র্ক, ৯ অক্টোবর ২০২০)