পাবনায় রুশ নারীকে উত্ত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

0

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী রূপপুরে এক রুশ নারীকে উত্ত্যক্তের অভিযোগে সজিবুল ইসলাম রুবেল ওরফে সৃষ্টি নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস এ আদেশ দেন। সজিবুল ইসলাম রুবেল ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।

আমবাগান পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহেল জানান, ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায়ই উত্ত্যক্ত করতেন সজিবুল ইসলাম রুবেল। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শহরের কলেজ রোডের বাসা থেকে বিদেশি ওই নারী প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল ফের উত্ত্যক্ত শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে পিএম ইমরুল কায়েস কালের কন্ঠকে জানান, প্রকল্পের কাজে যাওয়া-আসার পথে ওই বিদেশি নারীকে রুবেল প্রায়ই উত্ত্যক্ত করতেন। অভিযুক্ত রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.