জন্ম ও মৃত্যু নিবন্ধন বাংলাদেশের নাগরিকের জাতীয় অধিকার: বান্দরবান জেলা প্রশাসক

0

রিমন পালিত; বান্দরবান প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন হল বাংলাদেশী নাগরিকের জাতীয় অধিকার বলেছেন বান্দরবান জেলা প্রশাসক।

আজ ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি । এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার সহ গণমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন ,বাংলাদেশি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ অন্যান্য সকল রকম নাগরিক সুবিধা অর্জন করা তার মৌলিক নাগরিক অধিকার। তাই বর্তমান সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে চেষ্টা করছে বাংলাদেশের প্রতিটা নাগরিক যাতে সকল রকম সুযোগ-সুবিধা পায়। এজন্য জেলা প্রশাসক সরকারের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সকলকে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.