বিমানের আসনের নিচ থেকে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ

0

বিডি২৪ভিউজ ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের আসনের নিচ থেকে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে আজ সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

এই রাজস্ব কর্মকর্তা বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ১২ কেজি (১ হাজার ৩৪ ভরি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.