নেত্রকোণায় অবৈধভাবে সরকারি গাছ কর্তন

0

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণা জেলার সদর উপজেলার সাতপাটি মজুয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি সরকারি গাছ নিয়ম নীতি উপেক্ষা করে অবৈধভাবে কর্তনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীনের স্বামী আব্দুর রহমান স্থানীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের একটি মেহগনি গাছ কেটে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা সুজন মিয়াসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শি জানান, স্কুলের মেহগনি গাছটি আব্দুর রহমান লোকজন দিয়ে কেটে নিয়ে যায় ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীনের স্বামী আব্দুর রহমান বলেন, আমি বিদ্যালয়ের দাতা ও আজীবন সদস্য এবং সভাপতি গাছ আমি লাগিয়েছি আমিই কেটেছি। গাছটি মারা যাচ্ছিল তাই কেটে বিদ্যালয়ের টয়লেটের কাজে লাগিয়েছি। নির্মাণ শ্রমিক হাফিজ উদ্দিন ও আশরাফুল ইসলাম জানান, রাস্তার পাকাকরণের কাজের সময় গাছের নিচে চুলা স্থাপন করায় চুলার ধুয়ায় গাছটির পাতা ঝরে গেলেও গাছটি মারা যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীন জানান, বিদ্যালয়ের গাছটি কাটা হয়েছে কিন্তু উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মো: রেজাউল করিম জানান, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমি অবগত নই। সরকারি প্রতিষ্টানের গাছ কাটতে হলে কিছু নীতিমালা রয়েছে। উপজেলা মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে টেন্ডার দিতে হবে। টেন্ডারের মাধ্যমে বিক্রয়কৃত অর্থ প্রতিষ্ঠানের উন্নয়নে কাজে লাগাতে পারবে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.