বান্দরবানে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এর উদ্যোগে গরিব দুস্থদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এর উদ্যোগে গরিব-দুস্ত অসহায়দের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা সভা প্রদান করা হয়েছে।

৩ জানুয়ারি মঙ্গলবার সকালে লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাই এর আয়োজনে ৬৯ পদাতিক ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে এমডিএস ভবন বান্দরবান সেনানিবাসে ১৬৭ জনের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

৬৯ পতাদিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউলহক (এনডিসি ,এএফডব্লিউসি,
পিএসসি) উপস্থিত থেকে চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের প্রধান মেজর মোঃ আনোয়ারুল হক,এমপিএইচ, মেজর মোঃ সায়েখ উজ জামান (৬৯ পদাতিক ব্রিগেড জিএসও-২(ইন্ট) সহ আরো অনেকে।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল বলেন মানুষকে দৃষ্টি শক্তি দান করলে তিনি বিশ্ব জয় করতে পারবে সে দৃষ্টিশক্তি দিয়ে। তাই পার্বত্য বান্দরবানের সকল গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বাংলাদেশের সেনাবাহিনী সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে ও মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাবে পার্বত্য অঞ্চলে । বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে সকল অসহায় মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাংলাদেশ সেনাবাহিনীকে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.