দীঘি এখন আর ছোট্টটি নেই

0

বিডি২৪ ভিউজ বিনোদন ডেস্ক : প্রার্থনা ফারদিন দীঘি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র শিশু অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। ২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।

ব্যক্তিগত জীবনে দিঘী চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দিঘীর মা দোয়েল মারা যান। মায়ের স্বপ্ন ছিল দিঘী ডাক্তার হবে, সম্প্রতি সেই স্বপ্ন পূরনের লক্ষ্যে পড়াশোনায় মনযোগী হওয়ার জন্য চলচ্চিত্রে অভিনয় স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। বর্তমানে দিঘী স্কলাস্টীকা স্কুলে লেখাপড়া করছেন। এসএসসি ২০১৯ পরীক্ষায় উত্তীর্ণ হন।

কাবলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন । চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দিঘী। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সে।

উল্লেখযোগ্য চলচ্চিত্র

লীলা মন্থন (২০১৫)

দ্যা স্পিড (২০১২)

চাচ্চু আমার চাচ্চু (২০১০)

রিকসাওয়ালার ছেলে (২০১০)

অবুঝ শিশু (২০০৮)

১ টাকার বউ (২০১০)

বাবা আমার বাবা (২০০৮)

সাজঘর (২০০৭)

চাচ্চু (২০০৬)

দাদীমা (২০০৬)

কাবুলিওয়ালা (২০০৬)

পুরস্কার :
২০০৬ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী কাবুলিওয়ালা ‘বিজয়ী ।
২০০৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী ১ টাকার বউ বিজয়ী ।
২০১০ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পীচাচ্চু আমার চাচ্চু বিজয়ী ।

সুত্র : কবি, কথাসাহিত্যিক, ও অভিনেতা এবিএম সোহেল রশিদ-এর অফিসিয়াল পেইজ ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.