শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব-বর্ষ-স্মরণে তিনদিনব্যাপী মহোৎসবের দ্বিতীয় দিন

0

পাবনা প্রতিনিধি : পাবনা সদরের হিমাইতপুরে সৎসঙ্গ আশ্রমে শুরু হয়েছে পূণ্য দোল পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুক‚লচন্দ্রের ১৩৫তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ উপলক্ষ্যে তিনদিনব্যাপী মহোৎসবের আজ দ্বিতীয় দিন।

উদ্বোধনী দিনের শুরুতেই ঊষালগ্নে মাঙ্গলিকী, তারকব্রক্ষ্ণ নাম , সমবেত প্রার্থণা, কর্মী বৈঠক, ভক্তিসংগীত, মধ্যাহ্নে আনন্দবাজারে প্রসাদ বিতরণ, দুপুরে ভক্তিমূলক সংগীতাঞ্জলী, বিকেলে রামায়ন কীর্তন, সন্ধ্যায় সান্ধ্য প্রার্থণা ও আলোচনা সভা।

দ্বিতীয় দিনে নিয়মিত আয়োজনের পাশাপাশি দোলযাত্রা, আবির্ভাব লগ্নের স্মৃতিচারণ, ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঠাকুরের প্রতিকৃতিসহ বাস যোগে শোভাযাত্রা, কিশোর মেলা, যুব সম্মেলন মাতৃ সম্মেলনসহ নানা অনুষ্ঠান মালা।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর কাউন্সিলর শাহীন হোসেন।

আজ ভারত থেকে আগত প্রলয় মজুমদার ভক্তদের উজ্জীবিত করে রাখেন শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে আলোচনা করে।

সমাপনী দিনে ঊষালগ্ন, মাঙ্গলিকী, তারকবক্ষ্ণ নাম, সমবেত প্রার্থণা, সদগ্রন্থাদি পাঠ, ভক্তি সংকীত্তন প্রসাদ বিতরণ, সান্ধ্য প্রার্থনা, ধর্মসভা, ভক্তিগীতি ও লোকরঞ্জন অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.