পাবনায় ২ দিনের উদ্যোক্তা মেলা শুরু

0

পাবনা প্রতিনিধি : ঈদকে সামনে রেখে সব ধরণের ক্রেতার দৃষ্টি আকর্ষন করতে পাবনায় দু’দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে উইমেন্স এন্ড ই-কমার্স (উই) উদ্যোক্তারা এই মেলার আয়োজন করে। শনিবার বেলা ১১টায় উই পাবনা টিমের কো-অডিনেটর রীমা পারভীনের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন বিসিক শিল্প নগরির উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, এলজিআরডি’র সদর উপজেলা ব্যবস্থাপক শাম্মী আক্তার, মহিলা পরিষদের সভাপতি এড. কামরুন্নাহার জলি, সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী।

মেলায় সকল ধরনের দেশীয় পোশাক, গহনা, ঐতিহ্যবাহী পণ্য ও রকমারি খাবারের আয়োজন নিয়ে ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। উই এর এ্যাসিটেন্ট কো-অডিনেটর উদ্যোক্তা ঐন্দ্রিলা ঘোষ জানান, দরিদ্র, মধ্যবিত্তসহ সব ধরনের ক্রেতাদের সাধ্যমত ক্রয় ক্ষমতা বিবেচনা করে ঈদ উপলক্ষে উদ্যোক্তাদের এই মেলার স্টলে নানা পন্যের সমাহার রাখা হয়েছে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.