কৃষক হলো এদেশের প্রাণ – খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
প্রদীপ সাহা, নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন “কৃষক হলো এদেশের প্রাণ” কৃষি নির্ভর এই দেশে কেবল কৃষি সেক্টরের কৃষকরাই পারে দেশের সার্বিক উন্নয়নের বিপ্লব ঘটাতে, তাই দেশ গড়ার কাজে কৃষকদের এগিয়ে আসতে হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে সাপাহার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (আরডিএপি) এর আওতায় তিন দিনব্যপী কৃষি প্রযুক্তি
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথগুলি বলেন।
উক্ত অনুষ্ঠানে ৭১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূলে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি পটাশ বিতরণ করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার গোডাউন পাড়া মোড়ে দেশের আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত সাপাহার উপজেলায় চলতি মৌসুমে আম সংগ্রহ ও বিপননের উদ্বোধন করেন।
এবার এ উপজেলায় ১ লক্ষ ৩০ হাজার ৬৮০ মেট্রিকটন আম উৎপাদনের সম্ভবনা রয়েছে, এবং প্রায় ১৫ শ’ হাজার কোটি টাকার আম বাণিজ্য হবে বলে জানান উপজেলা কৃষি অধিদপ্তর। এর পর সকাল ১০টায় ঐতিহ্যবাহী জবই বিলে নির্মিত “মাছ চত্বর” এর উদ্বোধন এবং সকাল সড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত “জয় বাংলা চত্বর” এর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী। পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা (অতি:দা:)। এসময় বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ধসঢ়; চৌধুরী প্রমুখ।