বেড়ায় ৮ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী জুইকে জোর পৃর্বক বিয়ে দেওয়ার চেষ্টা, ৯৯৯ ফোন করে রক্ষা
হৃদয় হোসাইন, বেড়া (পাবনা:) পাবনার বেড়া বি বি স্কুলের ৮ ম শ্রেনীতে পড়ুয়া জুই কে এলাকার এক ছেলের সাথে জোরপূর্বক বিবাহ দিচ্ছিল মেয়েটির বাবা আমজাদ। এমন সংবাদ ৯৯৯ ফোন করে এলাকা বাসি বিষয়টি অবগত করলে সেখানে এস আই সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়।এ সময় পুলিশের উপস্থিতি ঠিক পেয়ে বরপক্ষ পালিয়ে যায়।
জুই জানায়, আমি আজ সকালে প্রাইভেট পড়েছি। আমি জানি না আমার বিয়েয় সকল আয়োজন করা হয়েছে। আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলেও আমার কিছুই করার ছিল না, আমি পড়ালেখা করতে চাই। আমার বিয়ের বয়স হয়নি ।
এস আই সুলতান বলেন ৯৯৯ থেকে কল আসে যে একটি বাল্য বিবাহ হচ্ছে সংবাদের ভিত্তিতে আমজাদের বাড়িতে এসে দেখি বিবাহের সকল কার্যক্রম প্রায় শেষের দিকে। কিন্তু, বর পক্ষ উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।
বেড়া বি বি স্কুলের প্রধান শিক্ষক আলী আশরাফ বলেন, জুই মাত্র অষ্টম শ্রেনীতে পড়ে, তার বিয়ের বয়স হয়নি। এটা বাল্য বিবাহ, এটা সামাজিক ব্যাধি। এতে মেয়েটির নানা জটিলতা দেখা দিবে, পারিপারিক কলহ সৃষ্টি হবে ।
তিনি আরও বলেন মেয়েটি ভাল ছাত্রী, তার ভবিষ্যৎ উজ্জল। এ ধরনের বিবাহ আইন গত ভাবে নিষিদ্ধ। কেন এ সমাজে বাল্যবিবাহর মতো ঘটনা ঘটে। সুশীল সমাজ আন্দোলন করে কতটুকু সচেতনত করতে পেরেছে।