প্রেমের রসায়ন – বিজুরী ইসলাম

0

প্রেমের রসায়ন – বিজুরী ইসলাম

প্রেম তুমি পুষ্প কাননে ,
গোলাপ,শিউলি, হাসনাহেনার, ঘ্রাণে।

প্রেম তুমি কুঞ্জবনের রংবাহারি ফুল,
কৃষ্ণচূড়ার বসন্তে মম চিত্তে ব্যাকুল।

প্রেম তুমি অপার বিশ্বাসে স্নিগ্ধ প্রশান্তি,
ভালোবাসার হৃদয় জুড়ে পল্লবিত ক্লান্তি।

প্রেম তুমি হৃদয় গহীনের সুপ্ত জগৎ,
আকাশে অনন্ত অম্বর স্বর্গীয় মহৎ।

প্রেম তুমি নিরব অন্তরে অনুভবের বিশালত্ব,
স্মৃতির পাতায় অনন্ত ভালোবাসার অস্তিত্ব।

প্রেম তুমি কোকিলের পাগলপারা গানের সুর,
মৌমাছির গুঞ্জন এ ফুলে ফুলে রাঙায় সুদূর।

প্রেম তুমি অলৌকিক স্বপ্নে বিভোর
মন ময়ূরী মনের শুভ্রতার ভোর।

(ভালোবাসার ভোরের সকালে
সৃষ্টি হল ‘প্রেমের রসায়ন’)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.