বীর মুক্তিযোদ্ধার জানাযা শেষে র্গাড অব অনার প্রদান, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিশ্বাস (৮২) জানাযা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় তার নামাজে জানাযা হওয়ার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার দেওয়ার জন্য পুলিশ বহিনী জানাযা স্থলে পৌছালেও উপজেলা নির্বাহী অফিসারের না যাওয়াতে জানাযা সম্পন্ন হয়। জানাযা শেষে উপজেলা নির্বাহী অফিসার পৌছানোর পর গার্ড অব অনার প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা।
জানাযা শেষে গার্ড অব অনার দেওয়া শেষে স্থানীয় মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কামান্ডার আরএম সেলিম শাহনেওয়াজ এর কাছে দেরি করে আসার বিষয়টি জানতে চাইলে তিনি জানান অন্য একটি কাজ ছিলো। বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর ইউএনও অফিসে জানানো হয়েছিলো। আগের দিন জানাযার সময় নির্ধারণ করা হয়েছিলো তারপরও তিনি দেরি করে আসলেন। তিনি ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কামান্ডার তাই এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আর এম সেলিম শাহনেওয়াজ জানান, কি এতো দেরি হয়েছে? ২ থেকে ৩ মিনিট দেরি হয়েছে, এতে কি সমস্য? ৪/৫ মিনিট দেরি হলে সেটা কি হয়, আমি না হয় কয়েক মিনিট পরে গেছি।
পারিবারিক সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ৭ দিন পূর্বে হঠাৎ অসুস্থ হন। তাঁকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।