পাবনার ৫টি আসনেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

0

নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫ টি আসনের সব কয়টিতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছে। ৪টিতে মুল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র একটিতে বিএমএম।

বে-সরকারিভাবে ঘোষিত পাবনার ৫ টি আসনের প্রাপ্ত ফলাফল:

৬৮ পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) বিজয়ী : ডপুটি স্পিকার মো: শামসুল হক টুকু- আওয়ামী লীগ, প্রতীক – নৌকা, প্রাপ্ত ভোট : ৯৪,৩১৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী : সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ-স্বতন্ত্র, প্রতীক – ট্রাক, প্রাপ্ত ভোট : ৭২,৩৮৭।
৬৯ পাবনা-২ (সুজানগর -বেড়া) বিজয়ী : আহমেদ ফিরোজ কবির- আওয়ামী লীগ, প্রতীক – নৌকা, প্রাপ্ত ভোট : ১,৬৫,৮৪২, নিকটতম প্রতিদ্বন্দ্বী ডলি সায়ন্তনী -বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, প্রতীক -নোঙ্গর, প্রাপ্ত ভোট : ৪,৩৮২।
৭০ পাবনা-৩ (ভাঙ্গুড়া-ফরিদপুর-চাটমোহর) বিজয়ী : মো: মকবুল হোসেন- আওয়ামী লীগ, প্রতিক-নৌকা, প্রাপ্ত ভোট : ১,১৯,৪৬৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো: আব্দুল হামিদ-স্বতন্ত্র প্রার্থী, প্রতীক – ট্রাক, প্রাপ্ত ভোট: ১,০০, ১৫৯।

৭১ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) বিজয়ী : গালিবুর রহমান শরীফ- আওয়ামী লীগ, প্রতীক – নৌকা, প্রাপ্ত ভোট : ১,৬৭,৪৪৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো: পাঞ্জাব আলী বিশ্বাস-স্বতন্ত্র, প্রতীক ঈগল, প্রাপ্ত ভোট : ১৪,৬৬২।

৭২ পাবনা-৫ (পাবনা সদর) বিজয়ী : গোলাম ফারুক খন্দ: প্রিন্স- আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট: ১,৫৭,২৬০ নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো: জাকির হোসেন- ওয়াকার্স পার্টি, প্রতীক – হাতুড়ী, প্রাপ্ত ভোট: ৩,৩১৬।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.